ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অ্যাকশন লেডি পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

চিত্রনায়িকা পপি। ঢালিউডে অভিষেকের পরে অ্যাকশন লেডি হিসাবে কয়েকটি সিনেমায় তাকে এর আগেও দেখা গেছে। এবার আবারও ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। আসছে ১ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে।

নির্মাতা রকিবুল আলম রকিব বলেন, ‘লেডি অ্যাকশন ঘরানার এ সিনেমাতে আপাতত পপিকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমার বাকি কলাকুশলীর নাম কয়েকদিনের মধ্যে জানাবো।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমাতে অভিষেক হয় পপির। তিনি ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বড় পর্দার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন পপি। তার অভিনীত ‘ইন্দুবালা’ এবং ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজ দুটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি