ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘আমিই ছিলাম সালমানের জীবনে বাস্তবের স্বপ্নের নায়িকা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

উদ্বোধন হলো সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা। যাকে ঘিরে সালমান ভক্তদের যত অভিযোগ। মৃত্যুর পর বহুবার যাকে নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। সেই সামিরা আজ উৎসবে যোগদিয়ে জানালেন মনের কথা।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সামিরা বলেন, ‘সালমানের মৃত্যুর পর তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি টানাটানি হয়েছে। সত্যকে এড়িয়ে মিথ্যের সাম্রাজ্যে নানা রকম রূপকথার জন্ম দেয়া হয়েছে। প্রিয় নায়কের প্রতি আবেগে সালমানের ভক্তরা সেই রূপকথাকে খুব সহজেই গ্রহণ করেছে। তাদের কাছে আমাকেও খলনায়িকা বানানো হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির সবাই জানে আমিই ছিলাম সালমানের জীবনে বাস্তবের স্বপ্নের নায়িকা। যাকে ছাড়া সালমান একটি মুহূর্তও কল্পনা করতো না।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা সালমানের সৃষ্টিশীলতা নিয়ে এখনো আগ্রহী। ধন্যবাদ জানাই তাদের যারা সবার মাঝে নতুন করে সালমানকে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করেছেন।’

সামিরা বলেন, ‘আশার কথা হলো দিনে দিনে পরিস্থিতি পাল্টাচ্ছে। মানুষ সত্যটা নিয়ে ভাবছে। সালমানের ব্যক্তি জীবনকে বাদ দিয়ে তার সৃষ্টিশীলতা নিয়ে কথা বলছে, কাজ করছে। এটা যত বেশি হবে ততবেশি ইন্ডাস্ট্রিতে আসা নতুনদের জন্য প্রেরণা তৈরি হবে। কারণ স্টাইলে, ফ্যাশনে, সাফল্যে ও অভিনয়ে সালমানকে ফলো করতে চায় সবাই। তাদের জন্য সালমানের নায়ক জীবনের চর্চা ও সিনেমাগুলোর প্রতি মনযোগ বাড়ানো দরকার।’

সামিরা সালমানের সিনেমাগুলো সংরক্ষণের দাবি জানিয়ে বলেন, ‘যারা উৎসব করছেন তারা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ নিয়েছেন। তবে আমি মনে করি সালমান শাহের সিনেমা নিয়ে উৎসবের চেয়ে বেশি জরুরি তার সিনেমাগুলোকে সংরক্ষণ করা।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি