ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আবারও ক্যানসার ধরা পড়েছে আলাউদ্দিন আলীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২১ সেপ্টেম্বর ২০১৯

দেশ বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর শরীরে আবারও ক্যানসার ধরা পড়েছে। তার ফুসফুসে নতুন করে টিউমারের অস্তিত্ব দেখা গেছে। পাশাপাশি তার যকৃতেও টিউমার পাওয়া গেছে।

প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দীন আলীর সহকারী কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

তিনি জানান, গত বুধবার মহাখালির একটি হাসপাতালে আলাউদ্দীন আলীর শরীরের কয়েকটি পরীক্ষা করা হয়। রিপোর্টে আবারও ক্যান্সারের আভাস মিলেছে।

মোমিন বিশ্বাস আরও বলেন, ‘২০১৫ সালে স্যারের ক্যান্সার ধরা পড়েছিলো। সেই সময় টানা ৬ মাস চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। বুধবার পরীক্ষা করে রিপোর্টে দেখা যাচ্ছে আবার ক্যান্সারের সম্ভাবনা। চিকিৎসকরা উনাকে ব্যাংককে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগেও ব্যাংককে চিকিৎসা নিয়েছেন তিনি।’

তিনি জানান, এরই মধ্যে থাইল্যান্ডের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতাল ও ব্যাংকক হাসপাতালে পরীক্ষার সব রিপোর্ট পাঠানো হয়েছে। ভিসার জন্য আবেদনও করা হয়েছে। ভিসা পাওয়ার পর আগামী সপ্তাহে আলাউদ্দীন আলীকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

এদিকে আলাউদ্দিন আলীকে ব্যাংককে নেওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন। এর আগে সরকার ২৫ লক্ষ টাকা সহযোগীতা করেছেন। কিন্তু গত ৬ মাসে তার চিকিৎসা বাবদ প্রায় ৫০ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। এ অবস্থায় দ্রুত ব্যাংকক নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু ভাবনায় পড়েছেন আলাউদ্দিন আলীর পরিবার।

উল্লেখ্য, চলতি বছর ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে আইসিইউতে ভর্তি হন এই সংগীত পরিচালক। এরপর তার অবস্থার অবনতি হলে, টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

গত ১৭ ফেব্রুয়ারি আলাউদ্দিন আলীকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। সাভারের সিআরপি হাসপাতালে ছিলেন প্রায় ৫ মাস হয়। সম্প্রতি বাসাতে ফিরেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি