ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শাকিবের নায়িকা বলিউডের নার্গিস ফাখরি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

বাংলা চলচ্চিত্রের কিং খ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে এবার পর্দায় দেখা যাবে বলিউড নায়িকা নার্গিস ফাখরিকে।  টিএম ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হবে এমনটাই জানা গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মিউজিক ফর পিস কনসার্টে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। নতুন ছবির বিষয়ে প্রাথমিক কথা হয়েছে বলে জানা গেছে। 

অনুষ্ঠানে টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস শাকিব খানকে ইঙ্গিত করে বলেন, ‘আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মসের জন্য যে কোন সময়ই তিনি দিতে প্রস্তুত।’

এরপর নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ‘ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান কৌশলী উত্তর দেন। বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো।’

ইতোমধ্যেই নারগিস ফাখরি কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন। 

অনুষ্ঠানে আরও ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি