ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জানেন কি প্রিয়াঙ্কার হাতে থাকা মেটাল বক্সের দাম কত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া ক্রমেই আন্তর্জাতিক তারকা হয়ে উঠছেন। এরই মধ্যে বিয়েও করেছেন একজন বিদেশীকে। তারও আগে হলিউডে ছবিও করেছেন। অভিনেত্রী বরাবরই ছিলেন ফ্যাশন সচেতন। তার স্টাইল সেন্স নজর কাড়ে বহু সেলিব্রেটিদের। আজকাল যখনই জনসমক্ষে আসেন, তখন প্রিয়াঙ্কার পোশাক থেকে সাজ সরঞ্জাম সবকিছুই তাঁক লাগিয়ে দেয়।

সম্প্রতি নিউইয়র্ক ফ্যাশান উইকে অস্কার দে লা রেন্টার ডিজাইন করা পোশাক পড়ে নজর কাড়েন প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার হাতে থাকা এই ছোট্ট মেটালের মিনি আলিবি বক্সটি সবার নজরে আসে। কিন্তু এই বক্সের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

প্রিয়াঙ্কার এই হাত বক্সটির দাম কত জানেন? তবে শুনুন, এই বক্সটির দাম প্রায় আড়াই লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্বাস না হলে নিজেই ইন্টারনেটে দেখে নিতে পারেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফারহান আখতার পরিচালিত 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবিতে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি