ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসপাতালে লিজা, অস্ত্রোপচার সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৯

হাসপাতালে ভর্তি ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। আকস্মিকভাবেই পেটে প্রচণ্ড ব্যাথা নিয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। তার পিত্তথলিতে পাথর ধরা পাড়লে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

লিজার ছোট ভাই মাহমুদুল হাসান শুভ গণমাধ্যমকে বলেন, ‘আপু পেটের ব্যথার কারণে দু’দিন আগে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে পিত্তথলিতে পাথর হয়েছে জানান চিকিৎসকেরা। এরপর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।’

তিনি আরও বলেন, ‘আপুকে এখনও হাসপাতালে রাখা হয়েছে, তার শারীরিক অবস্থায় ভালো রয়েছে।’

উল্লেখ্য, লিজা ২০০৮ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি