ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুক আইডি হারালেন পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নায়িকা পরীমণির ফেসবুক আইডি হারিয়ে গেছে। রবিবার থেকে তার আইডি খুঁজে পাচ্ছেন না। আইডিতে ঢুকতে চাইলেই ডিজঅ্যাবল দেখাচ্ছে। পরীমণিকে দীর্ঘদিন থেকে ফেসবুকে সক্রিয় দেখা যায়। নিজের ভালো মন্দ সব কিছুই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এর মাধ্যমে তার হাজার হাজার ভক্ত তৈরি হয়েছে। যারা নিয়মিত তাকে ফলো করেন।

পরীমণি বলেন, আমি গতকাল থেকে আমার ফেসবুক আইডিতে ঢুকতে পারছি না। কারা এ কাজ করেছে জানিনা। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।

পরীমণি তার আইডি থেকে কোনো মেসেজ আসলে তাতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

তবে, পরীমণির ফেসবুক আইডি হারিয়ে গেলেও তার ফ্যানপেজটি অ্যাকটিভ রয়েছে। 

এদিকে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’র শুটিং নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন পরী। কাল (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ডাবিং। এতে ছবির সংলাপে কণ্ঠ দেবেন পরীমনি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি