ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হৃতিককে বিয়ের প্রস্তাব দেয় ৩০ হাজার তরুণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৯

হৃতিক রোশন। ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। সিনেমাটি বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। আর সেই সিনেমা মুক্তির পর হৃতিকের প্রেমে হাবুডুবু খায় অসংখ্য নারী ভক্ত।

একই সময়ে প্রায় ৩০ হাজার তরুণী তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু কেউই তার মন গলাতে পারেনি। তবে ওই বছরই পুরোনো বান্ধবী সুজান খানকে বিয়ে করেন হৃতিক। যদিও টানা ১৪ বছর সংসার করার পর সেই বিয়ে ভেঙে যায়। বলিউডের অন্যতম ‘কাঙ্ক্ষিত পুরুষ’ এখন সিঙ্গেল।

৩০ হাজার তরুণীর কথা সম্প্রতি কপিল শর্মার শোতে স্বীকার করেছেন বলিউডের গ্রিক গড।

উল্লেখ্য, ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান হৃতিক ও আমিশা প্যাটেল। সম্প্রতি, আইফা অ্যাওয়ার্ডে গত ২০ বছরে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে এই ‘কাহো না পেয়ার হ্যায়’।

এ দিকে শেষবার বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ‘সুপার থার্টি’তে দেখা গেছে হৃতিককে। এ সিনেমাটিও বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে।

অপরদিকে, ৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হৃতিকের পরের সিনেমা ‘ওয়ার’। এতে আরও অভিনয় করেছেন টাইগার শ্রফ ও বানি কাপুর।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি