ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

আজ ৩৫ সুন্দরী থেকে বাছাই হবে ‘টপ টুয়েন্টি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় আজ সেরা ৩৫ থেকে ‘টপ টুয়েন্টি’ বাছাই হবে। ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরীর মধ্য থেকে যাচাই বাছাই শেষে ৩৫ সুন্দরী নির্বাচিত হয়েছেন। বর্তমানে তাদের নিয়ে চলছে গ্রুমিং পর্ব।

 

জানা গেছে, ৩৭ হাজার প্রতিযোগী থেকে কয়েক ধাপে প্রাথমিকভাবে বাছাই হন ৬০ জন সুন্দরী। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেবাশীষ বিশ্বাস, লুনা, সুমনা সোমা ও রফিকুল ইসলাম র‌্যাফ। পরবর্তীতে প্রধান তিন বিচারক চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের কাছে অডিশন শেষে ৬০জন থেকে প্রতিযোগীতায় টেকে সেরা ৩৫ জন। আজ সেরা ৩৫ থেকে ‘টপ টুয়েন্টি’ বাছাই করা হবে। এরপর সেরা ২০ জন প্রতিযোগী থেকে বের হয়ে আসবেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতা। চলতি বছরের গত ৫ সেপ্টেম্বর থেকে অডিশনের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি