ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুক্তি পেল ‘হাউজফুল ৪’র ট্রেলার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

চমক দিয়ে মুক্তি পেল ‘হাউজফুল ৪’র ট্রেলার। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, ববি দেওলদের এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে কয়েক লক্ষ ভিউ হয়ে যায়।

ট্রেলারে অক্ষয় থেকে রিতেশ কিংবা কৃতি, পূজা হেগড়েদের দুটি করে চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সেই সঙ্গে অক্ষয় কুমারকে এখানে ভিন্ন রূপে দেখা গেছে।
প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর।

অক্ষয় কুমার, কৃতি শ্যানন, ববি দেওল, কৃতি খারবান্দা, রিতেশ দেশমুখ এবং পূজা হেগড়ের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রানা দাগ্গুবতিকেও।

প্রসঙ্গত, প্রথমে হাউজফুল ৪-এর পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহা খানের ভাই সাজিদ খানের। কিন্তু সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায়, শেষ পর্যন্ত এই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় ফারহা খানের ভাইকে। পরে ফারাদ সমজির পরিচালনাতেই মুক্তি পায় এই সিনেমার ট্রেলার।

দেখুন ট্রেলার :

সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি