ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এবার নায়ক মান্নার স্মরণে জন্মোৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

সালমান শাহর পর এবার আরেক প্রয়াত সুপারস্টার নায়ক মান্নার স্মরণে আয়োজন করা হচ্ছে ‘মান্না জন্মোৎসব ২০২০’। এই উৎসবের আয়োজনে রয়েছে এমএআর ক্রিয়েশন।

১৪ এপ্রিল প্রয়াত নায়ক মান্নার জন্মদিন। ২০২০ সালের ওই দিন হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন নায়ক মান্নার স্ত্রী শেলি মান্না ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘মান্না জন্মোৎসব ২০২০’ আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে সাত দিন ধরে। এই সাত দিনে দেশের একাধিক সিনেমা হলে মান্না অভিনীত সাতটি সিনেমা দেখানো হবে। প্রয়াত এই অ্যাকশন হিরোর সারা দেশে অসংখ্য ভক্ত রয়েছে। কাজেই তার স্মরণে আয়োজিত উৎসবটি বেশ সাড়া ফেলবে বলেই আশা করছে আয়োজক প্রতিষ্ঠান এমএআর ক্রিয়েশন।

উল্লেখ্য, নায়ক মান্না ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমার মাধ্যমে হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। এর আগে কয়েকটি সিনেমাতে তিনি সহ-অভিনেতা হিসেবে কাজ করেন।

দীর্ঘ কেরিয়ারে ৬০টিরও বেশি সিনেমাতে তাকে নায়কের ভূমিকায় দেখা গেছে। ২০০৩ সালে ‘বীর সৈনিক’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে মারা যান তিনি।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি