ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূজায় ভক্তদের উদ্দেশ্যে শ্রাবন্তীর ভিডিও বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:০৯, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাক ঢোল বাজিয়ে এসে গেছে পূজা। ইতিমধ্যেই দুর্গাৎসবে মেতে উঠেছেন হিন্দু ধর্মের অনুসারীরা। কমবেশি সব বাঙালি হিন্দুই সেজেছেন উৎসবের আমেজে। বছরের এই সময়টা সব হিন্দু বাঙালিরই আর পাঁচটা দিনের থেকে অনেকটা আলাদা কাটে। এরই মধ্যে পূজা উপলক্ষে নিজের ভক্তদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী।

তাতে তিনি বলেন, ‘পূজা এসে গেছে। সকলেই পূজার সাজে সেজে উঠতে শুরু করেছেন। আমিও সেজেগুজেই বসে রয়েছি। তোমরাও পূজার অনেক ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। আমিও দেখতে চাই সেগুলো। পূজার গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পূজার অনেক শুভেচ্ছা। সকলের পূজাই খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতিই ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এটাই শ্রাবন্তীর প্রথম দুর্গাপূজা।


এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি