ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পূজায় জয়ার পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জয়া আহসান। দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয় তিনি। তাই তার কাছে ঈদ, পূজা দুটি উৎসবই গুরুত্বপূর্ণ। চারিদিকে এখন পূজার উৎসব, তাই ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানালেন জয়া। জানালেন, পূজার সময় কোনো শুটিং রাখেননি।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি।’

তিনি আরও বলেন, ‘অনেকগুলো ঢাকাই শাড়ি রয়েছে আমার। তার মধ্যে মসলিন, তাঁত, সিল্ক রয়েছে। সব উপহার পেয়েছি। সবকটাই পূজার সময় পরবো। একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি, পূজা পরিক্রমা, তাই চুটিয়ে প্যান্ডেল হপিং করব। দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। আর আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে।’

এদিকে কিছুদিন আগে জয়া আহসান কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় নাম লিখিয়েছেন। এটি ছাড়াও কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পরী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। যা মুক্তির প্রতিক্ষায় রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি