ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ম্যাগনেট বাবু’ হলেন মোশাররফ করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নানা চরিত্রে অভিনয় করে যিনি হয়েছেন জাত অভিনেতা। তিনি মোশাররফ করিম। মঞ্চ নাটক থেকে শুরু করে একে একে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও অভিনয় করেছেন, কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এবার মোশাররফ করিমকে দেখা যাবে ফের ভিন্ন এক নাটকে।

সম্প্রতি তিনি শেষ করলেন ‘ম্যাগনেট বাবু’ শিরোনামের একটি নাটকের কাজ। এই নাটকের গল্প একেবারেই ভিন্ন। নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান।

ম্যাগনেট বাবুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি একদিন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলেন, হটাৎ করেই তার মাথার ওপর বজ্রপাত হয়। কিন্তু তিনি মারা যাননি, কয়েকদিন পরই পুরোপুরি সুস্থ হয়ে যান। পরবর্তীতে বাবু পাড়ার সবাইকে বলেন তার হাতে বিশেষ ক্ষমতা আছে এবং তিনি সবার সঙ্গে প্রতারণা শুরু করেন বলে জানান নাটকটির পরিচালক তপু খান। 

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘এর আগে এমন গল্পে অভিনয় করিনি। ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র। নাটকটি দেখে সবাই মজা পাবে।’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি