ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার ক্যাসিনো কেলেঙ্কারি নিয়ে নাটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১১:২২, ৫ অক্টোবর ২০১৯

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে দেশের মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। এ সাঁড়াশি অভিযানে নড়েচড়ে বসেছে অপরাধিরা। এবার সেই ঘটনাকে নাটকের গল্পে নিয়ে আসা হলো। ইতিমধ্যে এ নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘ক্যাসিনো’। এ নাটকের গল্প, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন অঞ্জন আইচ।

এ বিষয়ে তিনি জানান, ভিনদেশী এই খেলা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতোটা ভয়ঙ্কর ও খারাপ হতে পারে তাই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি।

‘ক্যাসিনো’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, মনোজ প্রামাণিক, সূচনা আজাদ, নাদিয়া মিম, টুটুল চৌধুরী, ওয়াহিদ ইকবাল মার্শাল, মাহবুব শাহীন প্রমুখ।

গত মঙ্গলবার আমিনবাজারের একটি শুটিং বাড়িতে নাটকের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। এরপর অনলাইন প্লাটফর্মেও আসবে এটি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি