ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সবার চেয়ে এগিয়ে পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:২৭, ৭ অক্টোবর ২০১৯

বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষের কাছে ফেসবুক জনপ্রিয়। এ মাধ্যম থেকে তারকারাও বাদ যান না। তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে এগিয়ে আছেন পরীমনি। তার কাছাকাছি অবস্থানে আছেন নুসরাত ফারিয়া৷ চলুন দেখে নেয়া যাক, অভিনয় জগতের কে ফেসবুকে কতটা জনপ্রিয়৷

০১. পরীমনি
বাংলাদেশের অভিনয় জগতের মানুষদের মধ্যে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় পরীমনি৷ রুপালি পর্দার আর পর্দার বাইরের নানা ঘটনায় আলোচিত ঢালিউডের এই নায়িকার অনুসারীর সংখ্যা প্রায় নব্বই লাখ৷

০২. নুসরাত ফারিয়া
রুপালি জগতের তারকাদের মধ্যে ফেসবুকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নুসরাত ফারিয়া৷ ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়৷ দুই বাংলাতেই জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের একজন তিনি৷ তার অনুসারীর সংখ্যা প্রায় ৭০ লাখ৷

০৩. অপু বিশ্বাস
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদকে কেন্দ্র করে গতবছর বেশ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস৷ ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি৷ দাম্পত্য জীবনের ইতি টেনে আবারো চলচ্চিত্রে মন দেয়া এই অভিনেত্রীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় ত্রিশ লাখ৷

০৪. শাকিব খান
বাংলাদেশের রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় আঠাশ লাখ৷ ১৯৯৯ সালে ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় তার৷

০৫. নায়লা নাঈম
বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং দন্ত চিকিৎসক নায়লা নাঈমের ফেসবুক অনুসারীর সংখ্যা পঁচিশ লাখের বেশি৷ ফেসবুকে খোলামেলা ছবি প্রকাশ করে মাঝেমধ্যেই বিতর্ক তৈরি করেন তিনি৷

০৬. বিদ্যা সিনহা মীম
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বিদ্যা সিনহা মীমের অনুসারীর সংখ্যা পঁচিশ লাখের মতো৷

০৭. ফারহানা নিশো
বাংলাদেশি সংবাদ উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী এবং ইঞ্জিনিয়ার ফারহানা নিশো মাঝেমাঝেই নানা কারণে বিতর্কে জড়ান৷ তার ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় বিশ লাখ৷

০৮. নুসরাত ইমরোজ তিশা
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা৷ ফেসবুকে তার অনুসারীর সংখ্যা উনিশ লাখের বেশি৷

০৯. মোশাররফ করিম
চলতি শতকের প্রথম দিকে টেলিভিশনের পর্দায় ব্যতিক্রমী ও শক্তিশালী অভিনয়শিল্পী হিসাবে আবির্ভূত হন মোশাররফ করিম৷ বর্তমানে তার ফেসবুক অনুসারীর সংখ্যা পনের লাখের মতো৷

১০. পূর্ণিমা
‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে পূর্ণিমার৷ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেত্রীর ফেসবুক অনুসারীর সংখ্যা তের লাখের মতো৷

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি