ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মিশা-জায়েদকে উকিল নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ২৩:৪১, ৭ অক্টোবর ২০১৯

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নামে উকিল নোটিশ পাঠিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ফাইট ডিরেক্টর মো. শেখ শামীম। অন্যায়ভাবে তার সদস্য পদ বাতিল করায় তিনি এ নোটিশ পাঠান।

নোটিশে শেখ শামীম অভিযোগ করে বলেন, শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে প্রকাশিত ভোটার তালিকায় শিল্পী সমিতির বর্তমান কমিটি অন্যায়ভাবে তার সদস্যপদ বাতিল করেছে।

নোটিশে তিনি উল্লেখ করেন, পাঁচদিনের মধ্যে যদি পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়া না হয় তিনি আইনগত পদক্ষেপ নেবেন।

জানা যায়, আগামী ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে অনেকের সদস্য পদ বাতিল করা হয়েছে সমিতির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। গত শুক্রবার এমন অভিযোগ তুলে সমিতির সাধারণ সভা থেকে বের হয়ে যান চিত্রনায়ক রিয়াজ।

তবে শামিমের সদস্যপদ বাতিল করা হয় শাকিব খান ও অমিত হাসান এর সময়ে। পরবর্তীতে বর্তমান কমিটির কাছে আবেদন করলেও তারা সদস্য পদ ফিরিয়ে দেননি। তাই গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) শেখ শামিম মিশা সওদাগর ও জায়েদ খান বরাবর উকিল নোটিশ পাঠান।

তবে এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, এ বিষয়ে কোনো উকিল নোটিশ আমরা পাইনি। আর শেখ শামিমের সদস্যপদ বাতিল হয় সাত-আট বছর আগে। এটা কোনো চক্রান্ত বলেই মনে হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি