ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দুবাইতে মজেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ২৩:০১, ৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ২৩:০৩, ৯ অক্টোবর ২০১৯

টলিউডের লাভ-বার্ডস অঙ্কুশ এবং ঐন্দ্রিলা বেশ কয়েক বছর ধরে নেটিজেনদের ‘কাপল গোল’ দিয়ে চলেছে। ফাঁক পেলেই তাঁরা বেড়িয়ে পড়েন ট্রিপে। এবারেও একটু ছুটি মিলতেই ওই তারকা জুটি উড়ে গিয়েছেন দুবাই। কেমন কাটছে ছুটি? দেখে নেওয়া যাক সেই ট্রিপেরই কিছু ঝলক।

ষষ্ঠীতে দু’জনে মিলতে বেড়িয়েছিলেন প্যান্ডেল হপিং-এ। ঐন্দ্রিলা তখন জানিয়েছিলেন, এ বারের পুজোতে কলকাতা থাকার প্ল্যান নেই তাঁদের। যেমন কথা তেমন কাজ। পুজোর মধ্যেই তাঁরা উড়ে গিয়েছেন দুবাইতে। ফ্রুট জুস হাতে প্লেনযাত্রার ছবিও শেয়ার করেছেন অঙ্কুশ।

শুধু অঙ্কুশই নন, ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলাও। কালো রোদচশমায় ঐন্দ্রিলার ‘এয়ারপোর্ট লুক’ এক কথায় ‘পারফেক্ট’।

দুবাই পৌঁছেও ফটোসেশনে খামতি নেই ওই তারকা জুটির। নীল ডেনিম আর লাল রঙের কুল টি-শার্ট পরে পোজ দিতেও দেখা গিয়েছে অঙ্কুশকে।

ঐন্দ্রিলাও কিন্তু কোনও অংশে কম যান না। তাঁর স্টাইল স্টেটমেন্ট নজর কাড়বে যে কোনও ফ্যাশানিস্তার। জামার সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছেন ঘড়ি, সানগ্লাস।

অঙ্কুশের ‘পার্টনার ইন ক্রাইম’ যে ঐন্দ্রিলা, তা বলার অপেক্ষা রাখে না। অভিনেতা নিজেই ক্যাপশনে লিখেছেন সে কথা। আর শুধু ‘ক্রাইম’ই বা কেন! হাসি-কান্না, রাগ-দুঃখ, সব কিছুতেই নায়কের সঙ্গী যে ঐন্দ্রিলাই, তা এই ছবিটি যেন আরও বেশি জানান দিচ্ছে।

‘স্কি’ করেছেন একসঙ্গে। ছবির পাশাপাশি সেই অভিজ্ঞতার ভিডিয়োও শেয়ার করেছেন অঙ্কুশ।

স্কি ছাড়াও আরও নানান মজাদার অ্যাডভেঞ্চারে সামিল হয়েছেন অঙ্কুশ। কালো টি-শার্টে কী বলা যায় তাঁকে? ‘ম্যাচো ম্যান’?

তাঁদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে হাজারও গুঞ্জন। মাঝে রটেছিল ঐন্দ্রিলা নাকি তাঁর এক সহ অভিনেতার প্রতি দুর্বল হয়ে পড়ছেন। তবে সে সব গুঞ্জন নিয়ে একেবারেই মাথা ব্যথা নেই এই জুটির। রটনা বলে উড়িয়ে দিয়ে তাঁরা আপাতত মগ্ন একান্তে।

ঘুরতে কিন্তু ওঁরা বেশ ভালই বাসেন। এই কিছু দিন আগে সপরিবারে বেড়িয়ে এসেছিলেন থাইল্যান্ড। আবার একঘেয়ে জীবন থেকে একটু ব্রেক নিয়ে উড়ে গেলেন দুবাই।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি