ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’র গ্রান্ড ফিনালে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১১ অক্টোবর ২০১৯

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’র গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আজ। ১২ জন প্রতিযোগী থেকে বাছাই করা হবে সেরা তিন বিজয়ীর নাম। সেখান থেকে প্রথম বিজয়ী অংশ নেবেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিলাসবহুল একটি হোটেলে বসবে এ আসর।

সেরা ১২ নির্বাচিত হয়েছেন- শান্তা, স্নিগ্ধা রহমান, মিয়ামি, ত্রিদিপা, জান্নাত, প্রিয়ন্তী উর্বী, মিতু, তোশরা, নিশা চৌধুরী, তামান্না, নওশিন মিম ও শ্রাবন্তী দাস।

তাদের মধ্য থেকেই ঘোষিত হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর মুকুট বিজয়ীর নাম।

প্রসঙ্গত, এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা, রফিকুল ইসলাম।

সেখান থেকে যাচাই বাছাই শেষে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হয় সেরা ১২ জন সুন্দরী। তাদের নিয়ে চলে গ্রুমিং পর্ব। যার সমাপ্তি ঘটবে আজ।

গ্রান্ড ফিনালেতে প্রধান তিন বিচারক হচ্ছে- চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

প্রসঙ্গত, আজকের গ্রান্ড ফিনালেতে বিচারকের পাশাপাশি পারফর্ম করতেও দেখা যাবে ফেরদৌস ও মৌসুমীকে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি