ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অভাবে গয়না বিক্রি করে সংসার চালাচ্ছেন অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ১২ অক্টোবর ২০১৯ | আপডেট: ০০:০২, ১২ অক্টোবর ২০১৯

বিপাকে পড়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নুপূর অলঙ্কার। এক স্বাক্ষাতকারে তিনি জানিয়েছেন তাঁর অর্থনৈতিক পরিস্থিতি মোটেই ভালো অবস্থায় নেই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংসার চালানোর জন্য নিজের গয়না বেঁচে দিতে হচ্ছে তাঁকে। খবর কলকাতা ২৪

কিন্তু কেমন করে হল এমন দুরাবস্থা। তাঁরও উত্তর দিচ্ছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সম্প্রতি পাঞ্জাব মহারাষ্ট্র সমবায় ব্যাংকের বিপর্যয়ের ফলেই এই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁকে। ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজো’, ‘ঘর কি লক্ষ্মী বিটিয়া’ র মত শো-এর নায়িকা জানিয়েছেন, তাঁর অন্য ব্যাংকেও টাকা রাখা ছিল। কিন্তু তিনি শেষে তাঁর সমস্ত টাকাই তিনি এই ব্যাংকে জমা রেখেছিলেন।

তিনি জানিয়েছেন, ‘ঘরে কোনও টাকা সঞ্চিত নেই। আমার গয়না বিক্রি ছাড়া আর কোনও রাস্তাই আমার কাছে খোলা নেই।’ এমনকি তিনি এও বলেছেন, তাঁর পরিচিত এক অভিনেতার কাছ থেকে তিনি ৩০০০ টাকা ধারও নেন। অভিনেত্রীর বক্তব্য, কবে যে এই সমস্যার সমাধান হবে সে সম্পর্কে কোনও ধারণা তিনি পাচ্ছেন না। এছাড়া তিনি তাঁর টাকা হারিয়ে ফেলার ভয়ও পাচ্ছেন বলে জানিয়েছেন।

টাকা ছাড়া কীভাবে দৈনন্দিন জীবন যাপন করবেন সেই প্রশ্নই এখন তাঁর কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে । তিনি প্রশ্ন ছুঁড়েছেন, ‘আমি নিয়ম মেনে ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, তাহলে কেন আমাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে।’ 

উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাব মহারাষ্ট্র সমবায় ব্যাংকে ২৫ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সমস্ত লেনদেন বন্ধ রাখা হয়েছে। এর ফলে ওই সব ব্যাংকে যাদের টাকা রয়েছে তাঁরা পড়েছেন ব্যাপক আতঙ্কে। সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর কিছু আগে থেকেই এই সংকটে পড়েছেন গ্রাহকরা। এমনই গ্রাহকদের মধ্যে একজন হলেন অভিনেত্রী নুপূর অলঙ্কার। তিনিও ওই ব্যাংকে টাকা রেখে পড়েছেন মহাবিপদে। সরকারের তরফে জানানো হয়েছে, ওই ব্যাংক থেকে আপাতত ৬ মাস অন্তর ১০ হাজার টাকা করে তোলা যাবে। পরবর্তী সময়ে এই মাত্রা বাড়িয়ে ২৫,০০০ করা হবে।

এমএসি/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি