ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রঙিন পর্দা থেকে খেলার মাঠ সর্বত্রই তার উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে জড়াচ্ছেন। 

দেশের চেয়ে কলকাতার ছবিতেই বেশি ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ মুহূর্তে সেখানকার দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

তবে এরই মধ্যে দেশীয় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। ডিবিএল সিরামিকস লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটির সঙ্গে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত কাজ করবেন জয়া। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে বেশ ভালো লাগছে। এ কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে ভালো কিছু উপহার দেয়াই আমাদের লক্ষ্য।’ 

জয়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএ কাদের বলেন, ‘জয়া আহসানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী অভিনেত্রীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি একসঙ্গে আমরা বহুদূর এগিয়ে যাব।’ 

এদিকে জয়া আগামী ২৩ অক্টোবর থেকে কলকাতায় ‘অর্ধাঙ্গিনী’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন। ছবিটি পরিচালনা করছে কৌশিক গাঙ্গুলী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি