ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে সিদ্দিকের : মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৩৮, ১৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

এবার বোমা ফাটালেন অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী মারিয়া মিম। যেমূহুর্তে সংসার ভাঙার গুঞ্জন চলছে চারিদিকে, ঠিক সেই সময় মিডিয়ার কাছে ফাঁস করলেন অনেক গোপন কথা। অভিযোগ করে বললেন, ‘একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে সিদ্দিকের।’

এ বিষয়ে মারিয়া মিমের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে যে- ‘বিয়ের পর প্রথম বছর মিম-সিদ্দিকের সম্পর্কটা অনেক ভালো ছিলো। কিন্তু সন্তান হবার পর কেমন যেনো বদলে যেতে থাকেন সিদ্দিক।’

অভিযোগ করে মিম বলেন, ‘অনেক রকম কথা শুনতে পাই আমি। আমার কাছে প্রমাণ আছে একাধিক মেয়ের সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে প্রায় সারারাত বাইরে কাটিয়ে বাসায় ফিরতো। বাসায় ফিরে ছেলের ঘুম ভাঙাতো। আমাকে সে মোটেও সময় দিতো না। বাইরেই যখন তার এতো কাজ তাহলে তো স্ত্রীর কোনো দরকার নেই।’

মিম আরও বলেন, ‘আমাকে মারধর করতো সিদ্দিক। আমার মোবাইল ফোন কেড়ে রেখে দিতো। অনেক দিন আমি মানিয়ে নিয়ে তার সঙ্গে থেকেছি। আমি আর ওর সাথে থাকতে চাই না। ওর সঙ্গে মতে মিলছে না। সেও আমাকে চায় না, চায় ওর বাচ্চার মাকে।’

এ বিষয়ে সিদ্দিক বলেন, ‘আমারও বলার অনেক কিছু আছে। যেহেতু এখনও মিম আমার স্ত্রী  তাই বেশি কিছু বলতে চাই না। সবাই জানে আমি কেমন? হুট করে বিয়ের ৮ বছর পর ওর মাথায় মডেলিং করার ভুত চাপলো কেন বুঝছি না। আমি চাই নিজের ভুল বুঝে সে ফিরে আসুক, ছেলের দিকে তাকিয়ে হলেও সংসারে মনোযোগী হোক।’

প্রসঙ্গত, প্রেমের টানে স্পেনের প্রবাস জীবন ছেড়ে সিদ্দিকের কাছে এসেছিলেন মিম। পরিবারের সম্মতি নিয়ে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান। নাম তার আরশ। তাদের সেই সোনার সংসারে হঠাৎ বেজেছে ভাঙনের বিষাদ সুর। স্বামী সিদ্দিকের সঙ্গে আর সংসার করতে চান না মারিয়া মিম। কিন্তু অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে নিয়েই সংসার করতে চান। আর এ নিয়ে দুজনের মধ্যে চলছে টানাপোড়েন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি