ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বাচ্চুর মৃত্যুদিনে তাহসানের জন্মদিন, অপ্রকাশিত কবিতা প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:৪৩, ১৮ অক্টোবর ২০১৯

কিংবদন্তি ব্যান্ড তারকা-গিটার জাদুকর আইয়ুব বাচ্চু নেই। দেখতে দেখতে একটি বছর চলে গেছে। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন তিনি। আজ শুক্রবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিকে বাচ্চুর চলে যাওয়ার এ দিনটিতে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের জন্মদিন। নিজের ৪০তম জন্মদিনে বাচ্চুকে স্মরণ করে এক ভিডিও প্রকাশ করেছেন তিনি।

গত বছর তাহসান যখন বাচ্চুর মৃত্যুর খবরটি শোনেন, তখন তার আনন্দের দিনটি শোকে পরিনত হয়ছিল। দিনটি উদযাপন করেননি তিনি। নিজের জন্মদিন উপলক্ষে সেদিন লেখা একটি কবিতা অপ্রকাশিত রেখেছিলেন।

জন্মদিনের প্রথম প্রহরে গত বছরের সেই অপ্রকাশিত কবিতাটি এক বছর পর আবৃত্তি করে শোনালেন তাহসান।

ভিডিওবার্তায় তাহসান বলেন, ‘গত বছর ১৭ অক্টোবর ফেসবুকে আমার ভক্তদের উদ্দেশে একটি পোস্ট করেছিলাম। যেখানে লিখেছিলাম ভক্তদের কাছে আমি জোর করে একটা উপহার চাই। আর কী উপহার চাই, সেটা একটা কবিতা লিখে জানাব। কিন্তু পরদিন বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে যান। এরপর আর আমার মন-মানসিকতা ছিল না কবিতাটি পোস্ট করার। আজ আবার কবিতাটি সামনে এলো তাই সবাইকে পড়ে শোনাচ্ছি।’

দেখুন সেই ভিডিও :


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি