ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাকিবের পাশে উত্তাল শোবিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৩১ অক্টোবর ২০১৯

সাকিবের নিষিদ্ধে ফুঁসে উঠেছে গোটা দেশ। সাকিবকে শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহস দিচ্ছেন ফেসবুকে। প্রতিবাদ আর নিন্দা জানিয়ে সাকিবের পাশে দাঁড়াচ্ছেন ভক্ত-সমর্থকরা। সমবেদনায় ভাসিয়ে দিচ্ছেন দল-মত নির্বিশেষে দেশের ক্রিকেটপ্রেমীরা। মন্ত্রী এমপি থেকে শুরু করে একসঙ্গে দীর্ঘদিন ধরে খেলে আসা সহপাঠীরাও জানাচ্ছেন সমবেদনা। এমনকি সাকিবের পাশে দাঁড়িয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। নিজেদের ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস কেউ কেউ।

সাকিবের নিষিদ্ধের খবরে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। এ সময় তিনি ভিডিওতে সাকিবকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। কথা বলতে গিয়ে তাঁর গলা জড়িয়ে যায়। আবেগে আপ্লুত মৌসুমীর চোখের কোণায় দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকনা।

সাকিব আল হাসানের সঙ্গে ছবি পোস্ট করে নায়ক শাকিব খান লিখেছেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবর শুনে কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘নিউটন বোমা বোঝ মানুষ বোঝ না’ কবি হেলাল হাফিজ স্যারের অমর লেখনি। সাকিব তুমি রাজার খেলা রাজার মতো খেলেছ। শুধু ভুলক্রমে ক্যাসিনো খেল নাই, বোকা ছেলে! রাজা খেলে পাশা, হারে কিংবা জিতে রাজকন্যা রাজ্য আর রাজত্ব। তুমি যা খেলেছ দেশের জন্য, রাজা সমর্থক প্রজারা তোমার মতো রাজার অনুগত থাকবে, কথা দিলাম।

আপাতত মা-বাবা, স্ত্রী-কন্যা আর পরিবার নিয়ে কিছুটা সময় কাটাও। তাদের সঙ্গে তোমাকে মিলিয়ে নাও। ব্যস্ততা আর শপথ থেকে একটু বিশ্রাম নেয়ার সুযোগটা কাজে লাগাও। এ দেশের কোটি মানুষ ভরসা রাখে তোমার সততায়। বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। এই বেদনাবিধূর সময়ে আমরা সাধারণ ক্রিকেট দর্শক তোমার সঙ্গেই থাকব।’

ফেসবুকের এক স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম যেহেতু ‘বাংলাদেশ’ শব্দ দিয়ে শুরু হয়েছে, তাই দেশকে তোমার সঙ্গেই থাকতে হবে। জাতীয় স্বার্থের বেলায় ব্যক্তিগত বিরোধকে আমাদের বড় করে দেখা উচিত না।’

অভিনেতা মোশাররফ করিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সত্যি এটি অনাকাঙ্ক্ষিত। শক্ত হও এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসো।’ শ্রোতাপ্রিয় ব্যান্ড দল চিরকুটের দল প্রধান শারমিন সুলতানা সুমি লিখেছেন, ‘অবিশ্বাস্য। এটা অসহনীয়।’

এছাড়া অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে লিখেছেন, ‘তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহুর্ত উপহার দিয়েছ, গোটা দেশকে এক করেছ, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছ, একই বেদনায়। আমরা তোমার সাথেই আছি, সাকিব আল হাসান।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘বাংলাদেশের নিরবচ্ছিন্ন এক অর্জন, গৌরব এবং ভালোবাসার নাম সাকিব আল হাসান। আপনি সারাদেশের মানুষকে অফুরন্ত আনন্দ, আবেগের জোয়ারে ভাসিয়েছেন। সাকিব ভাই, একা আপনার সাজা হয় নাই, সাজা হয়েছে সমগ্র বাংলাদেশের। ভালোবাসি, শ্রদ্ধা করি সাকিব ভাই। আজ থেকে দিন গোনা শুরু করলাম, মাঠে দেখার অপেক্ষায়! সারাদেশ আপনার সাথে। আপনি সেদিন কেঁদেছিলেন দেশের জন্য, আজ সারাদেশ কাঁদছে আপনার জন্য। আমাদের কাছে ক্রিকেটের অপর নাম, সাকিব আল হাসান।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি