ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাকমেইল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৪ নভেম্বর ২০১৯

তরুণ নির্মাতা আকাশ আমিন নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাকমেইল’। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন, আফফান মিতুল, প্রিমা ও আসিফ আলম।

সোমবার (৪ নভেম্বর) ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এ  প্রসঙ্গে নির্মাতা আকাশ আমিন বলেন, ‘একদম ভিন্ন আঙ্গিকে এটি নির্মাণ করেছি। অনেক বড় বড় আর্টিস্টদের নিয়ে কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকে নতুনদেরও নিয়ে কাজ করে যাচ্ছি। সবাই ভালো অভিনয় করেছেন। আর গল্পটা এইরকম যে সবাই খাঁটি বিনোদন পাবেন, যতই মন খারাপ থাকুক হাসতেই হবে।’

রাজধানী উত্তরার মনোরম লোকেশনে স্বল্পদৈর্ঘ্যটির দৃশ্যধারণ করা হয়। এর চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান। প্রযোজনা করেছেন শহীদ খান। নির্বাহী পরিচালক হিসেবে ছিলেন কাজী সবুজ।

 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি