ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার শাহরুখের সঙ্গে মিথিলার ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৯ নভেম্বর ২০১৯

এবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে বাংলাদেশের আলোচিত-সমালোচিত তারকা মিথিলার ছবি ভাইরাল হয়েছে। কলকাতায় অনুষ্ঠিতব্য চলচ্চিত্র উৎসবে শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

ওই উৎসবে কলকাতার নির্মাতা সৃজিতের সঙ্গে উপস্থিত হয়েছিলেন মিথিলা। সেখানে শাহরুখের সঙ্গে দেখা হয়ে গেলে তার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি তিনি। ছবিতে মিথিলার সঙ্গে আরও ছিলেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। তিনিই ফেসবুকে এটি শেয়ার দিয়েছেন।

গুঞ্জন আছে, সৃজিত-মিথিলা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শাহরুখের সঙ্গে তাদের ছবি তোলার সুবাদে নতুন করে সেই পালে হাওয়া লাগেছে।

উল্লেখ্য, ব্যক্তিজীবনে গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিথিলা। সেই সময়ের কিছু ছবি অনলাইনে ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখোমুখি হন মিথিলা। যদিও তিনি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি