ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাচতে গিয়ে স্টেজে পড়ে গেলেন নেহা কক্কর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডে কয়েকটি হিট গান করেই বেশ জনপ্রিয়তা পান নেহা কক্কর। গান ছাড়াও বিভিন্ন সময় অনেক ধরনের ঘটনা দিয়ে খবরের শিরোনাম হন তিনি। আবারো খবরের শিরোনামে নেহা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে এমন এক ঘটনা ঘটালেন নেহা, যা নেহাকে শিরোনামে তুলে এনেছে।

ইন্ডিয়ান আইডলের মঞ্চে মাঝে মধ্যেই প্রতিযোগীদের সঙ্গে গান গাইতে দেখা যায় নেহাকে। এমনকি নাচতেও দেখা যায় তাকে। শনিবার ইন্ডিয়ান আইডলের বিশেষ এপিসোড ছিল। সেখানে একটি গানের সঙ্গে নাচতে দেখা যায় নেহা কক্করকে। স্টেজে নাচতে নাচতে অস্বস্তিকর অবস্থায় পড়ে যান নেহা। 

নেহা একটি গানে অনুষ্ঠানের সঞ্চালক, তথা সংগীতশিল্পী আদিত্য নারায়ণের সঙ্গে তাল মেলান। গান শুনতে শুনতে নেহা এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে স্টেজে চলে আসেন আদিত্যের সঙ্গে নাচতে। আর তা করতে যা কাণ্ড ঘটল তা কল্পনাও করেননি কেউ। স্টেজের মধ্যে নাচতে নাচতে পড়ে যান নেহা। যদিও কোনোরকমে রক্ষা পান তিনি। কোনোরকম আঘাত লাগেনি তার। আর এই কাণ্ড দেখে দর্শক থেকে বিচারক সবাই হাসতে হাসতে লুঠোপুটি খেতে থাকেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি