ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইসিইউতে নুসরাত জাহান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১৮ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান। গতকাল রোববার রাতেই  ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের তাকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ’তে (আইসিইউ) রাখা হয়েছে। খবর জিনিউজ’র।

পরিবার সূত্রে জানা যায়, অ্যাজমার কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুসরাত জাহান। 

চিকিৎসকরা জানিয়েছেন, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। 

জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নুসরাত। অসুস্থতা নিয়েই সংসদ ও চলচ্চিত্রের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি