ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৮ নভেম্বর ২০১৯

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন নিকেতন এলাকায়। এই অভিযানের অংশ হিসেবে নিকেতন এলাকা ব্লক ই’র রোড ৬-এর হোল্ডিং ১ নম্বরে নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০ তলা ভবনে যান। নকশা বর্হিভূত  বর্ধিত অংশ নির্মাণ করায় শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন এ জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ রাজউকের কর্মকর্তারা। 

রাজউকের অভিযানকালে ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খানের ভগ্নিপতি ও বাড়ির কেয়ারটেকার। তাদের কাছ থেকে পাওয়া বাড়ির কাগজপত্র দেখে ভ্রাম্যমান আদালতের কাছে অসংলগ্নতা ধরা পড়ে। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে এক বছরের জেল নির্ধারণ করে দেন। জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন ৪ এর অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।

রাজউকের সহকারি পরিচালক আতিকুর রহমান জানিয়েছিলন, নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি