ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইডেন টেস্টে গাইবেন রুনা লায়লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২১ নভেম্বর ২০১৯

বাংলাদেশ-ভারত ইডেন টেস্ট নিয়ে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা ও উচ্ছ্বাসের শেষ নেই। বিশেষ করে ভারতীয় দর্শকদের। সাধারণ দর্শকদের পাশাপাশি এই উন্মাদনায় বেশ উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও। কারণ এটি একটি ঐতিহাসিক টেস্ট হতে যাচ্ছে।

ইতিমধ্যে ইডেন টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

এ বিষয়ে গতকাল সৌরভ বলেন, ‘মনে করতে পারছি না, ভারতের মাটিতে শেষ কবে টেস্ট ম্যাচে প্রথম চার দিনের টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য মানুষের এই আগ্রহ ভাল লক্ষণ তো অবশ্যই।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘গোলাপি বলে দিনরাতের এই ঐতিহাসিক টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, ভি ভি এস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো ভারতীয় ক্রিকেটের দিকপালেরা উপস্থিত থাকবেন।’

তিনি জানান, চা পানের বিরতিতে মাঠে সঙ্গীতানুষ্ঠান হবে। এ ছাড়াও প্রাক্তন অধিনায়কদের কার্ট (ছোট গাড়ি)-এ চাপিয়ে প্রান্তসীমার বাইরে দিয়ে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করানো হবে।

বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রথম দিনের খেলা শেষে ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের সম্মানিত করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ভাবে সম্মানিত করা হবে। তিনি বক্তব্যও রাখবেন।’

সৌরভ জানিয়েছেন, সংবর্ধনা সভার আগে সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা। বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী দু’টি বাংলা ও একটি হিন্দি গান গাইবেন। এরপর সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ও সঙ্গীত পরিবেশন করবেন।

তিনি আরও বলেন, ‘উপমহাদেশের প্রথম গোলাপি আলোর টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখতে চাই আমরা। তার জন্য আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইছি না।’
সূত্র : আনন্দবাজার
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি