ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জন্মদিনে আবার মামা হচ্ছেন সালমান খান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২১ নভেম্বর ২০১৯

ফের মামা হতে চলেছেন বলিউড কিং সালমান খান। অর্পিতা ও আয়ুশের কোল আলো করে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। সালমানের নিজ জন্মদিন অর্থাৎ ২৭ ডিসেম্বর-ই জন্ম হবে অনাগত শিশুর। খবর এনডিটিভি’র।

জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে? দিন কয়েক আগেই ধুমধাম করে পঞ্চম বিবাহ-বার্ষিকী পালন করলেন আয়ুশ-অর্পিতা। সেখানে সবাই জমিয়ে আনন্দ করেছেন। এরপর এ খুশির খবরে আনন্দ দ্বিগুন বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ২৭ ডিসেম্বর ভূমিষ্ঠ হবে শর্মা পরিবারের নতুন সদস্য।

যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি খান পরিবার। এক ভাগিনা আহিল সালমানের কাছে খুব প্রিয়। প্রায়ই ভাগিনার সঙ্গে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সালমান। ২০১৪ সালের ১৮ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন অর্পিতা-আয়ুশ।

নিজের এবারের জন্মদিন আরও বিশেষত্ব ধারণ করছে সালমানের কাছে। জন্মদিনের ঠিক কয়েকদিন আগে (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে সালমান-সোনাক্ষীর দাবাং-৩। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি