ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২২ নভেম্বর ২০১৯

ভারতের পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলা বলেছেন, ‘সৃজিতের সঙ্গে কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে।’

মিথিলা এখন আছেন দিল্লিতে। সাইবার জগৎকে নারী আর শিশুদের জন্য কীভাবে নিরাপদ করা যায়, সেজন্য দিল্লিতে দ্য ওবেরয়ে সাউথ এশিয়া সেফটি সামিট আয়োজন করেছে ফেসবুক।

ব্র্যাকে আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান মিথিলা। এই সম্মেলনে তিনি ব্র্যাকের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

সেখান থেকে হোয়াটসঅ্যাপে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত। আমরা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। প্রাইভেসি বলে তো একটা শব্দ আছে। আমি এসব নিয়ে বলতে পছন্দ করি না। আমার আরও অনেক কাজ আছে। আর এসব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করব।’

বিয়ে নিয়ে তিনি বললেন, ‘এটা সারপ্রাইজ থাকুক। তবে বিয়ে হতে পারে, না–ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’

এর আগে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণ জানায়, আগামী বছর ২২ ফেব্রুয়ারি সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি