ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে মিস ইউনিভার্স বাংলাদেশের সাক্ষাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৮, ২৪ নভেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিনসহ অনন্য সুন্দরীরা।

শনিবার রাতে গণভবনে তারা প্রধানমন্ত্রীর এ সৌজন্য সাক্ষাত করেন। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

গত সেপ্টেম্বরে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেরা ১০ জন হলেন- তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম এবং তসিবা আনিতা ইসলাম।

২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেশনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন শিলা। তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি