ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী অঞ্জলিকে হত্যার হুমকী প্রেমিকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অঞ্জলি আমির। একজন রূপান্তরকারী তামিল সিনেমার অভিনেত্রী। যিনি বিগ বস মালয়ালম ২০১৮-তে প্রতিযোগী ছিলেন। সম্প্রতি এ তারকার একটি ফেসবুক লাইভ ভাইরাল হয়েছে।

সেখানে অভিনেত্রী অভিযোগ করেছেন, তার লিভ-ইন পার্টনার তাকে অ্যাসিড ছুড়ে হত্যার হুমকি দিয়েছে। এমনকী সম্পর্ক ভেঙে দিলে তাকে প্রাণে মারার কথাও বলেছে প্রেমিক।

ফেসবুক লাইভে অঞ্জলি আরও বলেন, ‘একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে আটকে পড়েছি। আমি যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন সে অ্যাসিড ছুড়ে আমাকে মেরে ফেলতে চায়।’

জানা গেছে, গত দু’বছর তিনি লিভ-ইন সম্পর্কের মধ্যে আছেন। তার সঙ্গীর কাছ থেকে প্রতারিত হওয়ার কারণে তিনি সন্তুষ্ট নন। প্রেমিক তার কাছ থেকে বেশকিছু টাকা ধার করেছে। তবে পরিবারের কোনও সহযোগিতা না পাওয়ায় অঞ্জলি শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন।

প্রসঙ্গত, এ অভিনেত্রী তামিল সিনেমা ‘পেরানবু’-তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে তিনি নিজের বায়োগ্রাফি তৈরি করতে ব্যস্ত রয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি