ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সবচেয়ে স্টাইলিশ অভিনেতার নাম বললেন অনুষ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ৫ ডিসেম্বর ২০১৯

আপনার চোখে সবচেয়ে স্টাইলিশ অভিনেতা কে? প্রশ্নটা অনুষ্কা শর্মাকে করতেই একের পর এক নায়িকার নাম নিলেন তিনি, যাঁরা কমবেশি সকলেই তাঁর প্রতিদ্বন্দ্বী। হোঁচট খেলেন শুধু ছেলেদের বেলায়!

সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে এসে অনুষ্কা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। অবশেষে মুখ খুললেন অনুষ্কা শর্মা। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

ঐ সময় তাঁকে ফ্যাশন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও সরাসরি উত্তর দেন অনুষ্কা। এ বছর তাঁকে অনেক বার প্যান্ট-স্যুটে দেখা গিয়েছে। 

নায়িকার কথায়, ঐ ধরণের পোশাকেই সবচেয়ে স্বচ্ছন্দ তিনি। ফ্যাশন পত্রিকার কভারের পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও স্টাইলিশ অবতারে দেখা যায় অনুষ্কাকে। তাঁকে সাজিয়ে তোলার পিছনে নিজের টিমের অবদানের কথাও মুক্তকণ্ঠে স্বীকার করলেন নায়িকা। 

তাঁর মতে, ইন্ডাস্ট্রির ফ্যাশনিস্তারা হলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, সোনম কাপুর। আর নায়কদের মধ্যে? অনেক চিন্তা করে অনুষ্কা বললেন রণবীর সিংহের নাম। আর রণবীর কাপুরকে দিলেন ‘ইটারনালি স্টাইলিশ’র তকমা! এখানেই তাঁর তালিকা শেষ।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি