ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শরীর নিয়ে মশকরা করায় ক্ষেপে গেলেন নেহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৬ ডিসেম্বর ২০১৯

নেহা কক্কর। ভারতীয় সঙ্গীত শিল্পী। রিয়েলিটি শোয়ের মঞ্চে তাকে নিয়ে মশকরা করায় ক্ষেপে গেলেন এই তারকা।

শো তে কিকু শারদা এবং গৌরব গেরা তাকে নিয়ে এমন মজা করতে শুরু করলেই তিনি রীতিমত ক্ষুব্ধ হয়ে যান। সেখানেই থেমে যাননি। জবাব দিয়েছেন কড়া ভাষাতে।

তিনি বলেছেন, লজ্জা করে না, তার সম্পর্কে এই ধরনের কথা বলতে? তাকে নিয়ে মশকরা করতে?’

নিজের সোশ্যাল মিডিয়ায় কিকু এবং গৌরবের বিরুদ্ধে বিষোদগার করে দীর্ঘ স্টেটাসও দিয়েছেন নেহা কক্কর।

সেখানেই তিনি লিখেছেন, তার গান চালিয়ে যখন নাচগান করা হচ্ছে, তখন তাকে নিয়ে মজা, মশকরা করতে কেউ পিছপা হচ্ছেন না। কেন এই ধরনের মজা করা হচ্ছে। পাশাপাশি তার নাম নিয়ে মজা করাও এবার বন্ধ করা হোক বলেও মন্তব্য় করেন নেহা।

যারা এই ধরনের কথা বলেন, এবার তাদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন এই বলিউড গায়িকা।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার যুগে বডি শেমিং-এর ঘটনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে সেলেব্রেটিদের এই ধরনের শেমিং-এর মুখে পড়তে হয় বারবার। এবার সেই ঘটনার শিকার হয়ে তার জাবাব দিলেন গায়িকা।
সূত্র : কলকাতা২৪
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি