ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায় : সৃজিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৬ ডিসেম্বর ২০১৯

কিছুদিন ধরেই সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে নানা খবর ভেসে আসছিল। কেউ বলছিলেন, তারা নতুন বছরের শুরুতে বিয়ে করবেন। আবার কেউ বলেছিলেন মার্চ মাসে। তবে পরিচালক জানান, খুব শিগগিরই বিয়ে সারবেন। সেই মতো আজ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে রেজিস্ট্রি হবে দুই তারকার।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেলেও এবার সেই ইঙ্গিত দিলেন সৃজিত নিজেই।

‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...’

‘জাতিস্মর’ সিনেমার এ গান নিজের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। বুঝতে অসুবিধা হচ্ছে না ‘জান’ বলতে মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে ইঙ্গিত করেছেন তিনি। আজ যে তাদের বিয়ের দিন। তাই আর লুকোচুরি নয়।

এ দিকে আনন্দবাজার পত্রিকাকে সৃজিত জানান, খুব ছোট আয়োজনে বিয়ে করছেন। ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুকে দাওয়াত করেছেন।

তিনি বলেন, ‘ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে। টলি পাড়া থেকে রুদ্রনীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত থাকছেন। এ ছাড়াও যিশু-নীলাঞ্জনা থাকবেন। মিথিলার সঙ্গে যাদের আলাপ তাদেরকেই বলা হয়েছে।’

এদিকে মিথিলার সঙ্গে কলকাতায় গেছেন তার মা-বাবা, মেয়ে আইরা ও কাছের কয়েকজন। তারা সৃজিতের বাড়িতেই আছেন।

 

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি