ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দখল’ সিনেমায় মারুফ-তানহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৫, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘দখল’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন চিত্রনায়ক মারুফ আকিব ও চিত্রনায়িকা তানহা মৌমাছি। ছবিটি পরিচালনা করছেন অভিনেতা আমির সিরাজী।  

সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মারুফ-তানহা। মারুফ এফডিসি‘র নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তানহা মৌমাছির অভিষেক হয় ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে। 

এই দুই প্রজন্মের দুই শিল্পীকে নিয়ে অভিনেতা আমির সিরাজী ‘দখল’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনায় আত্মপ্রকাশ করবেন। ছবিটি প্রযোজনায় আছেন তরুণ বাংলা প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ১৯ তারিখ থেকে কিশোরগঞ্জ অষ্টগ্রামে ‘দখল’ সিনেমার শূটিং শুরু হবে।

ছবিটি প্রসঙ্গে মারুফ বলেন, ‘গ্রামের পটভূমি নিয়ে নির্মিত হবে ‘দখল’ সিনেমাটি। প্রথমবার তানহা আমি জুটি হয়ে কাজ করব। আর এ ছবির মাধ্যমে জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী নির্মাণে আসছেন। তার জন্য শুভ কামনা। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক।’

লাস্যময়ী তানহা মৌমাছি বলেন, ‘গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। মারুফ ভাই অনেক সিনিয়র শিল্পী। তার সাথে জুটি হয়ে প্রথমবার পর্দা ভাগাভাগি করব। আশা করছি সবাইকে ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি