ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার সাক্ষাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ৮ ডিসেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। শেরেবাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হয়।

শেখ হাসিনা বিসিবির হসপিটালিটি বক্সে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। এ সময় তারা দেখা করতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রীও তাদের খোঁজখবর নেন। 

এ দিকে ওই সময় মঞ্চে গান পরিবেশন করছিলেন ভারতের সংগীত শিল্পী সনু নিগাম। তিনি সেখানে বাংলাদেশের দেশাত্মবোধক ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি  পরিবেশন করেন। এ সময় দর্শকদের হর্ষধ্বনিতে ভেসে ওঠে পুরো স্টেডিয়াম। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণামূলক ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটিও পরিবেশন করেন।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর জন্য নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে বিপিএল এর শুভ উদ্বোধন করেন তিনি। আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের এ খেলা শুরু হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি