ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বুদ্ধিজীবী দিবসে ইটিভিতে ‘জানি দেখা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১১ ডিসেম্বর ২০১৯

আগামী বুদ্ধিজীবী দিবসের একুশে টেলিভিশনে প্রচার হবে নাটক ‘জানি দেখা হবে’। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান। নাটকে একজন স্কুল শিক্ষকের চরিত্রে দেখা যাবে তাকে।

এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘নাটকটিতে দুটি ভিন্ন সময়ের গল্প বলা হয়েছে। তবে এতে শক্তিশালী কিছু বক্তব্য আছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এছাড়া বিজয় দিবসে প্রচারের জন্য আরও একটি নাটকে অভিনয় করেছেন তিনি। রাসেল রাজের পরিচালনায় নাটকটির নাম ‘অপেক্ষা’।

এ প্রসঙ্গে তারিক আনাম বলেন, ‘ঝালকাঠির নদীর মধ্যে এ নাটকটির শুটিং করেছি। মুক্তিযুদ্ধের সুন্দর একটি গল্প নিয়ে এ নাটক নির্মিত হয়েছে। আশা করছি এটিও দর্শকের ভালো লাগবে।’

এটি প্রচার হবে চ্যানেল আইতে। অন্যদিকে দুটি সিনেমার কাজ হাতে রয়েছে এ অভিনেতার। এগুলো হল নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ এবং অনন্য মামুনের ‘মেকআপ’।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি