ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাবা হচ্ছেন সালমান খান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১২ ডিসেম্বর ২০১৯

শিগগিরই বাবা হচ্ছেন সালমান খান? সারোগেসির মাধ্যমেই বাবা হচ্ছেন বলিউড ভাইজান? সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয় বিভিন্ন মহলে ৷ এ বিষয়ে সালমান খান-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই মুহূর্তে বিয়ে করার পরিকল্পনা নেই তাঁর৷ বিয়ে যদি করেন, তখন সবাই তা জানতে পারবেন এবং বুঝতে পারবেন বলেও জানান সালমান খান ৷

সারোগেসির মাধ্যমে বাবা হবেন কি? এই প্রশ্নের উত্তরে সলমন বলেন, তাঁদের বাড়িতে অনেক খুদে সদস্য রয়েছে৷ ডিসেম্বরে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে৷ তাই নতুন করে খুদে সদস্যের আর কোনও প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেন সালমান খান৷ অর্থাত, বিয়ে না করলেও, সারোগেসির মাধ্যমে সালমান খান বাবা হচ্ছেন বলে যে গুঞ্জন শোনা যায়, তা কার্যত নস্যাত করে দেন সালমান খান৷

এদিকে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দাবাং থ্রি৷ এই সিনেমায় সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা৷ অর্থাত, দাবাং থ্রি-তেও এবার পর্দার চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাজ্জোকে৷ সালমান, সোনাক্ষীর পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপকে৷

দাবাং থ্রি-র মুক্তির পর রাধে-র শ্যুটিং শুরু করবেন সালমান খান৷ এই সিনেমায় সালমানের বিপরীতে দিশা পাটানি অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে৷

বর্তমানে বিগ বস ১৩-র শ্যুটিং করছেন সালমান৷ রাধের জন্য বিগ বস ১৩ থেকে সালমানের সরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু ৬ থেকে পারিশ্রমিক ৮-এর ঘরে পৌঁছে দেওয়ায়, শেষ পর্যন্ত দাবাং থ্রি-র অতিরিক্ত এপিসোডের শ্যুটিং শুরু করেন বলে খবর৷ 

পাশাপাশি আরও জানা যায়, বিগ বস ১৩-র গোটা মুরশুমের জন্য সালমান খান ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে তবেই শ্যুটিং শেষ করছেন৷ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সালমান খান৷

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি