ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে হাজির সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৯

যখন যা মন চায় তাই করে বসেন। মন চাইলে মাঝ রাস্তায় কোমর থেকে বেল্ট খুলে নাচতে থাকেন। আবার কখনও হাজির হয়ে যান মেকআপ আর্টিস্টের ছেলের বিয়ের অনুষ্ঠানে৷ বুঝতেই পারছেন, সালমান খানের কথাই বলা হচ্ছে৷

বৃহস্পতিবার রাতে নিজের মেকআপ আর্টিস্ট রাজু নাগের ছেলে গৌরবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন সালমান খান৷ বোরিভলিতে সালমান যখন রাজু নাগের বাড়িতে হাজির হন, তখন তাঁর ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে৷ কেউ সালমানের সঙ্গে সেল্ফী তুলতে এগিয়ে যান, আবার কেউ ভাই ভাই বলে চিতকার করতে শুরু করেন৷

তবে ভক্তদের উচ্ছ্বাসে একেবারেই বিরক্ত হননি সালমান খান৷ উলটে, তাঁদের সঙ্গে হাসি মুখে ছবি তুলতে শুরু করেন৷

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দাবাং থ্রি৷ এই সিনেমায় সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সালমান খান৷ সালমান খানের দাবাং থ্রি-র হাত ধরেই এবার বি টাউনে পা রাখছেন সাই মঞ্জরেকর৷ প্রসঙ্গত ২০১০ সালে সালমান খানের দাবাং-এর হাত ধরে বলিউডে প্রথম পা রাখেন সোনাক্ষী সিনহা৷ এবার সেনাক্ষী সিনহার পর দাবাং থ্রি দিয়ে বলিউডে হাতেখড়ি দিলেন মহেশ মঞ্জরেকরের মেয়ে৷

এদিকে দাবাং থ্রি মুক্তি পাওয়ার পর রাধে-র শ্যুটিং শুরু করবেন সালমান খান৷ এই সিনেমায় সালমানের সঙ্গে দিসা পাটানি স্ক্রিন শেয়ার করতে পারেন বলে শোনা যাচ্ছে৷

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি