ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে হাজির সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যখন যা মন চায় তাই করে বসেন। মন চাইলে মাঝ রাস্তায় কোমর থেকে বেল্ট খুলে নাচতে থাকেন। আবার কখনও হাজির হয়ে যান মেকআপ আর্টিস্টের ছেলের বিয়ের অনুষ্ঠানে৷ বুঝতেই পারছেন, সালমান খানের কথাই বলা হচ্ছে৷

বৃহস্পতিবার রাতে নিজের মেকআপ আর্টিস্ট রাজু নাগের ছেলে গৌরবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন সালমান খান৷ বোরিভলিতে সালমান যখন রাজু নাগের বাড়িতে হাজির হন, তখন তাঁর ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে৷ কেউ সালমানের সঙ্গে সেল্ফী তুলতে এগিয়ে যান, আবার কেউ ভাই ভাই বলে চিতকার করতে শুরু করেন৷

তবে ভক্তদের উচ্ছ্বাসে একেবারেই বিরক্ত হননি সালমান খান৷ উলটে, তাঁদের সঙ্গে হাসি মুখে ছবি তুলতে শুরু করেন৷

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দাবাং থ্রি৷ এই সিনেমায় সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সালমান খান৷ সালমান খানের দাবাং থ্রি-র হাত ধরেই এবার বি টাউনে পা রাখছেন সাই মঞ্জরেকর৷ প্রসঙ্গত ২০১০ সালে সালমান খানের দাবাং-এর হাত ধরে বলিউডে প্রথম পা রাখেন সোনাক্ষী সিনহা৷ এবার সেনাক্ষী সিনহার পর দাবাং থ্রি দিয়ে বলিউডে হাতেখড়ি দিলেন মহেশ মঞ্জরেকরের মেয়ে৷

এদিকে দাবাং থ্রি মুক্তি পাওয়ার পর রাধে-র শ্যুটিং শুরু করবেন সালমান খান৷ এই সিনেমায় সালমানের সঙ্গে দিসা পাটানি স্ক্রিন শেয়ার করতে পারেন বলে শোনা যাচ্ছে৷

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি