ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

`দখল` সিনেমার মহরত অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১৪ ডিসেম্বর ২০১৯

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দখল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর একটি হোটেলে এই মহরত হয়।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন অভিনেতা আমির সিরাজী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন মারুফ আকিব ও তানহা মৌমাছি। দুই প্রজন্মের দুই শিল্পীকে নিয়ে অভিনেতা আমির সিরাজী প্রথমবারের মতো পরিচালনায় আত্নপ্রকাশ করবেন। ছবিটি প্রযোজনায় আছে তরুণ বাংলা প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবিটি প্রসঙ্গে মারুফ আকিব বলেন, ‘গ্রামের পটভূমি নিয়ে নির্মিত হবে ‘দখল’ সিনেমাটি। প্রথমবার তানহা আমি জুটি হয়ে কাজ করব। আর এ ছবির মাধ্যমে জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী নির্মাণে আসছেন। তার জন্য শুভ কামনা। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক।’

তানহা মৌমাছি বলেন, ‘ছবিটিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। একজন গ্রামের সাধারণ মেয়ের চরিত্রে আমি ছবিটিতে অভিনয় করব। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।’

‘দখল’ এর শুটিং শুরু হবে আগামী ১৯শে ডিসেম্বর। গ্রাম্য পরিবেশে, মেঠো রাস্তায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি