ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই ফিল্মি তারকার সঙ্গে সানিয়া মির্জার নাচের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

টেনিস তারকা সানিয়া মির্জার বোন আনাম মির্জা সঙ্গে বিয়ে হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদের। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ফিল্মি দুনিয়ার তারকারা। 

কিন্তু সব তারকাকে পেছনে ফেলে বোনের বিয়ের রিসেপশন মাতালেন টেনিস সুন্দরী। তাঁর নাচেরে একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে সানিয়া মির্জা একা নন। আমান-আসাদের রিসেপশনে নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন সিনে দুনিয়ার দুই তারকাও।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সানিয়া মির্জার সঙ্গে নাচতে দেখা যায়, ফারাহ খান ও দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানে তাঁদের নাচ মোহিত করেছে নেটিজেনদের। তবে নেটিজেনরা সব থেকে বেশি উৎসাহী হয়েছেন লাল রঙের পোশাকে সানিয়া মির্জাকে নাচতে দেখে।

শুধু সানিয়াই নন। রিপেসশনে নজর কেড়েছেন আজাহারউদ্দিনের প্রাক্তন স্ত্রী সঙ্গীতা বিজলানিও। নীল রঙের পোশাকে রিসেপশনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সঙ্গীতা নিজেই।

ভিডিওটি দেখতেে এখানে ক্লিক করুন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি