ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের এনআরসি নিয়ে নুসরাতের টুইট ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৮ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে ভারত জুড়ে প্রবল বিরোধিতার সৃষ্টি হয়েছে। টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানও এই আইনের বিরোধিতা করে একটি টুইট করেছেন। ইতিমধ্যে সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

নুসরাত টুইটারে লিখেন, ‘লোকসভায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করে ভোট দেওয়ার পরে আমি CAA  এবং NRC-র বিরুদ্ধে আমাদের নেতার সাথে রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছি। আমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা শান্তিপূর্ণভাবে বিরোধিতা করুন, আইন নিজেদের হাতে তুলে নেবেন না।’

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করছেন। ইতিমধ্যে রাস্তায় নেমে প্রতিদিনই প্রতিবাদ মিছিল করছেন মমতা। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি