ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার এক সঙ্গে তাহসান-পূর্ণিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৯

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম মিষ্টিমুখ পূর্ণিমা। এবার তার সঙ্গে জুটি হলেন জনপ্রিয় তারকা তাহসান খান। ভালোবাসা দিবসের একটি বিশেষ নাটকে দেখা যাবে তাদের।

‘ভালোবাসাবাসি’ নামের এ নাটকটি লিখেছেন সাগর জাহান। তিনি এটি নির্মাণ করছেন।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা ও নাট্যকার সাগর জাহান বলেন, ‘কাছের মানুষের অতিরিক্ত যত্নের কারণে অনেক সময় বিরক্ত হই। বাড়াবাড়ি মনে করি, যন্ত্রণাও ভাবি। সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য বাইরে গিয়ে অন্য মানুষের যত্ন পেতে চাই। অন্যের যত্ন পেয়ে টের পাই নতুন কিছু। বুঝি, কাছের মানুষের যত্ন কিংবা ভালোবাসাটা আসলে সবচেয়ে আলাদা। মূলত এ বিষয়টিই আমি তুলে আনার চেষ্টা করছি।’

তিনি আরও জানান, নাটকটির কাজ শুরু হয়েছে ১৭ ডিসেম্বর। তবে এক দিনের মাথায়, ১৮ ডিসেম্বর দুপুর নাগাদ সেটি প্যাকআপ হয়েছে। কারণ, নায়িকার গায়ে ভীষণ জ্বর ছিল। শিগগিরই বাকি অংশের শুটিং শেষ করতে পারবেন বলে জানান সাগর।

কাজটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘পূর্ণিমা একজন গুণী অভিনেত্রী। তার প্রচুর ভক্ত-অনুরাগী রয়েছে। তার সঙ্গে কাজ করতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা চমৎকার। কাজটি ভালোবাসার। তবে গল্পটা ব্যতিক্রম। আমার ধারণা দর্শকরা মুগ্ধ হবেন।’

‘ভালোবাসাবাসি’ নাটকটি দেখা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি