ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অ্যাসিডে পুড়ে যাওয়া মুখ নিয়ে দীপিকার রোমান্স (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দীপিকা পাড়ুকোন। বলিউডে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছেন তার অভিনীত ‘ছপক’ সিনেমার ট্রেলার। যা দেখে সিনেপ্রেমীরা আবেগে আপ্লুত হয়েছেন। সিনেমাতে দীপিকার নয়া লুক দেখে চমকে গেছেন দর্শক। এবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘নোক ঝোক’।

মেঘনা গুলজার পরিচালিত এ সিনেমায় দীপিকার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি। অ্যাসিড সারভাইভার লক্ষ্মী আগারওয়াল ও তার স্বামী অলক দীক্ষিতের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। প্রকাশিত গানে দীপিকা আর বিক্রান্তের সম্পর্ক গড়ে ওঠার ঘটনাটি দেখানো হয়েছে। এ যেনো অন্যরকম এক রোম্যান্স।

গানে দেখা যাচ্ছে- অ্যাসিডে পুড়ে যাওয়া মুখ নিয়েও মাথা উঁচু করে সমাজে বাঁচার চেষ্টা করেছেন এক নারী। আর তার পাশে দাঁড়িয়েছেন বিক্রান্ত।

এদিকে ভারতীয় সংসদে পাস হওয়া ‘বিতর্কিত’ সংশোধিত নাগরিকত্ব আইনের জেরে গোটা ভারতের সঙ্গে উত্তাল দেশটির রাজধানী দিল্লিও। এই আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই এমন পরিস্থিতিতে দিল্লিতে পূর্ব নির্ধারিত ‘ছপাক’ সিনেমার প্রচারণায় অংশ নেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

গত মঙ্গলবার মুক্তি প্রতীক্ষিত ‘ছপাক’ সিনেমার প্রচারণামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ‘অ্যাজেন্ডা আজতক ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে বক্তা ছিলেন দীপিকা। তবে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সিনেমাটির পরিচালক মেঘনা গুলজার ও ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী অনুষ্ঠানে যাননি।
‘ছপাক’ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে ১০ ডিসেম্বর। ২০২০ সালের ১০ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি