ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নাগরিকত্ব আইন নিয়ে বিস্ফোরক সোনাক্ষী সিনহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল সময় পার হচ্ছে। গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবদের একাংশও শুরু করেছেন বিক্ষোভ আন্দোলন৷  সোনাক্ষী সিনহাও বাদ পড়েননি সেই তালিকা থেকে৷

দাবাং থ্রি-র প্রমোশনে হাজির হয়ে সিনেমার ব্যবসা নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষীকে৷ যার উত্তরে সোনাক্ষী বলেন, দাবাং থ্রি-র ব্যবসার চেয়েও বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা৷ গোটা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ ফলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ করা সবচেয়ে জরুরি বলেও মন্তব্য করেন সোনাক্ষী সিনহা৷

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাস্তায় নামেন ফারহান আখতার৷ মুম্বইয়ের রাস্তায় অস্থায়ী মঞ্চ বেঁধে প্রতিবাদে সরব হন ফারহান আখতার, স্বরা ভাস্কর-রা৷ এবার সেই তালিকায় কি নতুন করে নাম লেখালেন সোনাক্ষী, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷

অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায়, বেটি বাঁচাও বেটি পড়াও-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে পরিণীতি চোপড়াকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷ মুখ খোলেননি পরিণীতিও৷

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি