ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বলিউড অভিনেত্রী সারার ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২৩ ডিসেম্বর ২০১৯

হালের সেনসেশনাল বলিউড অভিনেত্রী সারা আলী খানের মেকআপ ছাড়া দুটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে সারা তুলে ধরেন, মেকআপ করার সময়ের লুক। একই সঙ্গে মেকআপ তোলার পর তাকে দেখতে কেমন লাগে সেই ছবিও দিয়েছেন। 

ইনস্টাগ্রামে ছবি দুটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। সারা এখন কুলি নম্বর ওয়ান-এর সিক্যুয়েলে কাজ করছেন। তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। এছাড়া লাভ আজকাল-এও দেখা যাবে সারাকে। পরিচালক ইমতিয়াজ আলীর এই ছবিতে সারার বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।

মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় সারার। এখন নাকি সেই সম্পর্ক আর নেই। তবে এসব কিছু সারার ভাবনায় নেই। তা নায়িকার কাজের প্রতি মনোযোগ দেখলেই বোঝা যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি