ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বড়দিনে ইটিভিতে ‘রিয়েল ক্রিসমাস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৪ ডিসেম্বর ২০১৯

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আগামীকাল বুধবার। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে।

প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সম্প্রদায়টি।

ধর্মানুরাগীরা যাতে বড়দিনের অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে উদ্‌যাপন করতে পারেন সে জন্য রাজধানীর সব গির্জাকে (চার্চ) বড়, মাঝারি ও ছোট-এই তিন স্তরে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিন, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হবে বিভিন্ন অনুষ্ঠান। বড়দিন উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। এ উপলক্ষে আগামীকাল বুধবার রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘রিয়েল ক্রিসমাস’।

ইয়েমীন এলেনের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, তানভীরসহ আরও অনেকে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি